kibtu.xjk
Jul 14
148
7.6K
19
664%
꧁ ধর্মের দেয়াল ꧂(💗one short💗) পরন্ত বিকালে এক লেকের পাড়ে দুটো ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে দুজন মানুষ। দুজনেই নিরবতা পালন করছে। নিরবতা ভেঙে মেয়েটি বললঃ আমাদের গল্পটা এমন না হলেও পারত। :হয়তো আমাদের একসাথে পথচলা এপর্যন্তই লিখা ছিলো। :তোমাকে ছাড়া বাচতে খুব কষ্ট হয় Taehyung Taehyung :আমার ও হয় yn yn:কত সুন্দরই না ছিল আমাদের অতীত। Taehyung :হুম। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা কিভাবে হয়। flashback yn:মা আমি আসছি।সাবধানে থেকো। ynm:ঠিক আছে। তুইও সাবধানে যাস। yn একটা concert আসে। হঠাৎ Taehyung এর দিকে চোখ আটকে যায়। যে কিনা ওর দিকেই তাকিয়ে আছে। concertএর পুরোটা সময় দুজন দুজনের দিকেই তাকিয়ে ছিল। ওদের আবার দেখা হয় fanmatting।সেখানে দুজনের মাঝে অনেক কথাই হয়।তখন থেকেই ওদের মাঝে মাঝে কথা হতো।আস্তে আস্তে দুজনের বন্ধুত্তের সম্পর্ক হয়। ynএর birthdayতে Taehyung ওকে proposed করে। সেখান থেকেই ওদের একসাথে পথচলা। তবে সেটা বেশি দিন হলো।যখন ওদের পরিবার এটা জানতে তারা কিছু তেই মেনে নেয় না। কারন তারা দুজন দু ধর্মে ছিল। এভাবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আজ প্রায় তিন বছর পর তাদের দেখা হলো। flashback end. yn:কখনো কখনো আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলি যাকে আমরা পাবনা। Taehyung :যাকে আমরা সাধনা করে ও পাইনা অন্য কেউ তাকে সহজে পেয়ে যায়। yn:ভুলে যাবে আমায়? Taehyung:তোমাকে আমি ভুলতে পারব না।তুমি ভুলে যাবে yn? yn:তুমি আমার প্রথম অনুভূতি। প্রথম ভালোবাসা যা কখনো ভুলা যায়না। Taehyung :সন্ধ্যা হচ্ছে বাড়ি ফিরবে না। yn:ইচ্ছে করছে না।তবুও ফিরতে হবে। আচ্ছা আমাদের আবার দেখা হবে? Taehyung :ভাগ্যে যদি থাকে তাহলে হবে। yn:যদি না থাকে? Taehyung :তাহলে পরপারে চাইবো যাতে তুমি আমার হও।আজ তাহলে ওঠা যাক? yn:হুম। ভালো থেকো। Taehyung :তুমিও ভালো থেকো। চলে গেলে দুজনে।কেউ পিছু ফিরে তাকালো না। তাকালে দুজনেই ভগ্ন হৃদয় দুটোর রক্তক্ষরন দেখতে পেতো।সব ভালোবাসা পূ্র্নতা পায়না কিছু ভালোবাসা অপূর্নতাই সুন্দর। (The End) ff টা ভালো লাগলে জানিও & কপিলিংক কইরো☺️ #fypシ #foryou #fypシ゚viral #ff #copylink #viwers #yn #kimtaehyung @BTS
kibtu.xjk
Jul 14
148
7.6K
19
664%
Cost:
Manual Stats:
Include in groups:
Products: